Header Ads

Header ADS

আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে সময়ের বাতিঘর সমাজকল্যাণ ফাউন্ডেশন হলো একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও বিপন্ন জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত। আমাদের লক্ষ্য হলো একটি মানবিক, শিক্ষিত এবং সচেতন সমাজ গঠন করা, যেখানে প্রতিটি মানুষ স্বাবলম্বী ও সুখী জীবনযাপন করতে পারে। আমাদের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে— ✔ বৃদ্ধ, প্রতিবন্ধী, বেকার ও সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করা। ✔ সার্বজনীন ও সামাজিক শিক্ষার প্রসার নিশ্চিত করা। ✔ নারী ও শিশুদের অধিকার ও কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ। ✔ স্বাস্থ্যসেবামূলক সহায়তা ও পরিবার পরিকল্পনা ব্যবস্থা চালু করা। ✔ পরিবেশ রক্ষায় নানামুখী কর্মসূচি বাস্তবায়ন। ✔ যুব উন্নয়নে খেলাধুলা ও বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন। ✔ মাদকাসক্তদের পুনর্বাসন ও সমাজে পুনঃপ্রতিষ্ঠা। ✔ তথ্যসেবা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ। ✔ কিশোর অপরাধীদের পুনর্বাসনের ব্যবস্থা করা। ✔ স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে টেকসই ভূমিকা রাখা। আমরা বিশ্বাস করি, সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। সময়ের বাতিঘর সেই আলোর পথ প্রদর্শক, যেখানে প্রত্যেকের জন্য উন্নয়নের দ্বার উন্মুক্ত! 📌 যোগাযোগ: somoyerbatighor2020@gmail.com 📌 ওয়েবসাইট: www.somoyerbatighor.blogspot.com 📌 ফেসবুক: Somoyer Batighor Facebook Page 📌 ইউটিউব: Somoyer Batighor YouTube Channel আপনার যদি আরও কিছু সংযোজন বা পরিবর্তনের প্রয়োজন হয়, জানান!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.