Header Ads

Header ADS

সমাজের বিত্তবানদের কাছে সময়ের বাতিঘরের খোলা চিঠি


আসসালামু আলাইকুম,

একটি মানবিক আবেদন।
সমাজের বিত্তশালী, ব্যবসায়ী বা সমাজসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি।

আমাদের এলাকার অধিকাংশ মানুষ হতদরিদ্র। এখানে বসবাসরত সিংহভাগ মানুষই দিন আনে দিন খায় অবস্থায় জীবনযাপন করে। তাদের মধ্যে বেশ কিছু পরিবারের অবস্থা একেবারেই নাজুক।
আপনারা নিশ্চয় অবগত আছেন, বর্তমানে আমরা সকলে এক কঠিন সময় পার করছি। কোভিড-১৯ বা করোনাভাইরাস সারা বিশ্বকে থামিয়ে দিয়েছে। সারা বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও চলছে লকডাউন। বন্ধ হয়েছে উপার্জনের প্রায় সব ধরনের রাস্তা। এমতাবস্থায় এই সকল পরিবারের লোকজন অত্যন্ত কষ্টে দিনপাত করছে। তিন বেলা তো দুরের কথা দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতেই তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অনেকে প্রায়ই অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে তাদের খাদ্য সহায়তা প্রদান করা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এন.জি.ও এবং সেচ্ছাসেবী সংগঠন কাজ করলেও আমাদের অত্র এলাকায় ব্যক্তিউদ্যোগে বা বেসরকারিভাবে তেমন কোন প্রতিষ্ঠান কাজ করছে না।
এ লক্ষ্যে, অত্র এলাকার তরুন-যুবকদের নিয়ে গঠিত অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান "সময়ের বাতিঘর" সমাজকল্যাণ ফাউন্ডেশন নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে এসকল হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানের সীমিত ফান্ডের জন্য প্রয়োজন অনুযায়ী সবার মাঝে খাদ্য পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না।

লকডাউনের এই কঠিন সময়ে সমাজের হতদরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির নিকট আবেদন করছি।

সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিরা আমাদের মাধ্যমে তাদের সাহায্যে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আমাদের স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ উপযুক্ত স্থানে ও উপযুক্ত ব্যক্তিকে আপনার দান পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

বিনীত-
এডমিনস
"সময়ের বাতিঘর" সমাজকল্যাণ ফাউন্ডেশন। 

৩টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.