হরিনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হচ্ছে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্ট- ২০২০- সময়ের বাতিঘর অনলাইন
হরিনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হচ্ছে শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্ট- ২০২০
আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে স্থানীয় দল ভিত্তিক মিনি ফুটবল প্রতিযোগিতা যার নামকরণ করা হয়েছে "শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২০"। প্রতিযোগিতাটি হরিনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হচ্ছে।
স্থানীয় সচেতন তরুণদের উদ্যোগে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ৬ টি গ্রুপে (গ্রুপ- এ, গ্রুপ- বি, গ্রুপ- সি, গ্রুপ- ডি, গ্রুপ- ই এবং গ্রুপ- এফ) মোট ২৪ টি দল অংশ নিচ্ছে।
দলগুলো হচ্ছে- (ছবিতে দেখুন)
মিনি ফুটবল টুর্নামেন্ট হওয়ায় প্রতিটি দলে রিজার্ভসহ মোট খেলোয়াড় থাকবে ৯ জন এবং ৭ জন খেলোয়াড় ম্যাচে অংশ নিতে পারবেন।
ইতিমধ্যে টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করা হয়েছে যাতে ম্যাচ ডে'তে সকালে ৯ টা ৩০ মিনিট এবং ১০ টা ৩০ মিনিট, বিকেলে ৩ টা ৩০ মিনিট এবং ৪ টা ৩০ মিনিটে একই ভেন্যুতে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিক্সচারে খেলার নিয়মাবলি সুস্পষ্ট করে উল্লেখ করে দেয়া হয়েছে।
এ টুর্নামেন্ট সম্পর্কে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বর্তমান যুবসমাজের অবক্ষয় রোধে এধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে অনেকে মত প্রকাশ করেছেন।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সময়সূচি প্রকাশ করা হলেও পরবর্তী রাউন্ডের সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টুর্নামেন্ট উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছেলে বুড়ো সকলেই যেন অপেক্ষার প্রহর গুনে চলেছেন। প্রতিযোগিতার আয়োজকেরা সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে খেলায় দর্শক হিসেবে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানান।
প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষ হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
কোন মন্তব্য নেই