৬নং রানিহাটী ইউনিয়নে বিনামুল্যে মাস্ক বিতরণ করেছে সময়ের বাতিঘর সমাজকল্যাণ ফাউন্ডেশন।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৬নং রানিহাটী ইউনিয়নে বিনামুল্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে সময়ের বাতিঘর সমাজকল্যাণ ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাংগাঠনিক সম্পাদক জনাব সাব্বির আহমেদ রাজু। এক বৃদ্ধ পথচারীর মুখে মাস্ক পরিয়ে আনুষ্ঠানিকভাবে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর ফাউন্ডেশনের সদস্য এবং সেচ্ছাসেবীরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে গিয়ে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি বলেন, ‘করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক ব্যক্তির মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জনগণকে মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে। বিষয়টি প্রশাসনের একার পক্ষে সহজ নয় বিধায় বেসরকারি সংস্থা হিসেবে আমরা এগিয়ে এসেছি’
ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড থেকে ইউনিয়নে বিনামূল্যে মাস্ক বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে । এসব মাস্ক সংগঠনের সেচ্ছাসেবীদের মাধ্যমে বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে প্রান্তিক শ্রেণীর দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিতরণ করা হয়েছে। এসময় ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং সেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই