Header Ads

Header ADS

মানুষকে ভালবাসতে হলে সবার আগে নিজেকে ভালোবাসুন- সময়ের বাতিঘর


"মানুষকে ভালবাসতে হলে সবার আগে নিজেকে ভালোবাসুন।"
এ বাক্যটি আমাদের সেচ্ছাসেবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসার পরিচয় হচ্ছে নিজের নামকে ভালোবাসা, নিজের পরিচয়কে ভালোবাসা, নিজের কাজকে ভালোবাসা। আপনি যদি সত্যিই নিজেকে ভালোবেসে থাকেন তাহলে কেন আপনার ফেইসবুক প্রোফাইল নেইমটি আপনার নামে হবে না?
আমরা প্রত্যেকেই মহান সৃষ্টিকর্তার স্পেশাল ক্রিয়েশন। তিনি আমাদের অত্যন্ত যত্নের সাথে সৃষ্টি করেছেন। মাশাল্লাহ। তাহলে ফেইসবুক প্রোফাইলে যে ছবিটি দিয়ে রেখেছেন সেটি কেন আপনার নিজের ছবি হবে না?
মানুষের চেয়ে সুন্দর সৃষ্টি জগতে আর কি আছে? মিডিয়ায় অনেক অভিনেতা/অভিনেত্রী আছেন যারা নিজের চেহারা নয় কাজ দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। যার পেছনে রয়েছে নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস এবং নিজেকে প্রমান করার তীব্র আকাংখা এবং ফলস্বরুপ তাদের এই প্রাপ্তি।
একটি ব্যাপার দেখে সত্যি অবাক হতে হয় আমরা সৃষ্টির সেরা জীব হয়েও নিজের প্রোফাইলে 'অজানা পাখি' 'মায়াবি হরিন' 'কিউট এঞ্জেল' 'নীল আকাশ' 'জিন্দা লাশ' এসব নাম দিয়ে রেখেছি আবার ছবির জায়গায় বাঘ, ভালুক, ঘাসফুল, প্রজাপতি, কার্টুন ইত্যাদির ছবি দিয়ে রেখেছি। কেন? 'বেকার ছেলে' নাম দিয়ে নিজেকে ছোট করবেন কেন? নিজের পরিচয় দিবেন বুক ফুলিয়ে কারণ দিন শেষে আপনি "আশরাফুল মাখলুকাত"দেরই একজন।
প্লিজ ডোন্ট মাইড, এটা সবার ব্যক্তিগত ইস্যু এখানে আমার ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। কিন্তু ব্যাপার গুলো অনেকে না জেনে করে থাকে, আমার পোস্টটি শুধুমাত্র তাদেরই জন্য।
বর্তমানে নিজেকে ব্রান্ডিং করার সবচেয়ে সুবিধাজনক মধ্যম হচ্ছে ফেইসবুক। ফেইসবুকে লাইক কমেন্ট বা শেয়ারের মাধ্যমে আমি আপনি নিজেদের রুচি, চিন্তাভাবনা, পজিটিভিটি বা নেগেটিভিটি সমষ্টিগত ভাবে নিজেদের পার্সোনালিটি আমাদের সমাজে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা কেন এই সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করছি?

যে নিজেকে ভালোবাসতে পারে না সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না। যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসতে পারবে, মানুষকে ভালোবাসতে পারবে, সমাজকে ভালোবাসতে পারবে, দেশকে ভালোবাসতে পারবে এবং তখন সে দেশের জন্য কাজ করতে পারবে।
আসুন আজই আমরা আমাদের প্রোফাইলগুলো আপডেট করি, নিজের পরিচয় বুক ফুলিয়ে দিই। 
ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.