Header Ads

Header ADS

রামচন্দ্রপুরহাটে ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সময়ের বাতিঘর সমাজকল্যাণ ফাউন্ডেশন ও রামচন্দ্রপুরহাট সেচ্ছাসেবী সংগঠন। -সময়ের বাতিঘর অনলাইন

নিউজ ডেস্কঃ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছে সময়ের বাতিঘর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। আজ (১২ অক্টোবর ২০২০) শনিবার সকাল ১০ টার দিকে রামচন্দ্রপুরহাট ফুলতলা মুক্তিযোদ্ধামঞ্চে রামচন্দ্রপুর হাট সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সময়ের বাতিঘর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রাজু , সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মমিন, কার্যনির্বাহী সদস্য শাওন আলীসহ ফাউন্ডেশনের সেচ্ছাসেবী সদস্যরা। ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। অনুষ্ঠানে দেশব্যাপী ধর্ষনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা। মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন আগামীতে যেন আইন সংশোধন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হয়। সময়ের বাতিঘর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রাজু বলেন, "ধর্ষন ও নারী নির্যাতন বর্তমান সমাজে মহামারী আকার ধারন করেছে। অসহায় নারীদের পিঠ দেয়ালে ঠেকেছে। এ থেকে পরিত্রাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। করোনার পাশাপাশি এ ভাইরাসকেও বিতাড়িত করতে সকলকে সচেষ্ট ভুমিকা পালন করতে হবে।" ফাউন্ডেশনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "সরকারকে অচিরেই আইন সংশোধন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করতে হবে। এটা এখন সময়ের দাবী।"
এছাড়াও রামচন্দ্রপুরহাট সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তৃতা প্রদান করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে সরকারের সু-দৃষ্টি কামনা করেন। এ মানববন্ধনে এলাকায় সবার মধ্যে ধর্ষনবিরোধী মনোভাব তৈরী হয়েছে বলে স্থানীয় সচেতন তরুণদের একাংশ দাবি করেছেন সেই সাথে আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকার বিশিষ্টজনরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.