বিড়ালের সুপারন্যাচারাল পাওয়ার যা আপনাকে অবাক করবে। - সময়ের বাতিঘর অনলাইন
গৃহপালত পশু এর মধ্যে বিড়াল সবার অত্যন্ত পরিচিত। কিন্তু বিড়াল দেখতে যতটা বোকা, কিউট মনে হোক না কেনো এরা অন্ধকার জগতের পরিচিত মুখ। নিচে বিড়ালের কিছু গোপন বৈশিষ্ট্য জেনে আশা যাক:
🔴 বিড়াল একটি এমন প্রাণী যারা অন্ধকার জগতের প্রতিরোধক।
🔴বিড়াল এমন প্রাণীদের একটা যারা অদৃশ্য শক্তি, আত্মা, জ্বিন ইত্যাদি দেখতে পারে।
🔴এরা অন্যদের aura Energy কেও দেখতে পারে।
🔴বিড়াল খারাপ স্পিরিট কেও তাড়াতে নিজেও খারাপ শক্তি ধরনের কার্যকর।
🔴দেখা গেছে, যাদের সাথে বিড়াল রাতে ঘুমায় তারা অন্যদের তুলনায় রাতে কম ভোগান্তিতে থাকে কারন বিড়াল তার মালিকের সব stress শোষণ করতে পারে।
🔴 কোনো ক্ষতিকর শক্তি যদি আপনার ঘরে ঢুকে তাহলে বিড়াল সর্বদা আপনার আশে আসে ঘুরঘুর করবে। কিন্তু কথা হচ্ছে ওরা আপনাকে প্রোটেক্ট করতে ঘুরবে না। আপনাকে তার নিজের টেরোটরি এর সদস্য মনে করবে।
⚫ কিছু মানুষদের দেখলে বিড়ালরা ভয় পায় অথবা অ্যাটেনশন দেয় না। এইসব মানুষদের সম্ভবত কিছু শক্তি থেকে থাকে ( নিশ্চিত নই)।
🔵 বিড়ালরা মানুষদের ও বিড়াল ভাবে 😑
তাই যাদের কাছে বিড়াল আছে তাদের বলবো নিজের পোষা বিড়ালের যত্ন নিন। এই অলস বিড়াল আপনার রাতে একটু শান্তির ঘুম নিশ্চিত করে।
সোর্স: Google + Insider🐈
🔴 বিড়াল একটি এমন প্রাণী যারা অন্ধকার জগতের প্রতিরোধক।
🔴বিড়াল এমন প্রাণীদের একটা যারা অদৃশ্য শক্তি, আত্মা, জ্বিন ইত্যাদি দেখতে পারে।
🔴এরা অন্যদের aura Energy কেও দেখতে পারে।
🔴বিড়াল খারাপ স্পিরিট কেও তাড়াতে নিজেও খারাপ শক্তি ধরনের কার্যকর।
🔴দেখা গেছে, যাদের সাথে বিড়াল রাতে ঘুমায় তারা অন্যদের তুলনায় রাতে কম ভোগান্তিতে থাকে কারন বিড়াল তার মালিকের সব stress শোষণ করতে পারে।
🔴 কোনো ক্ষতিকর শক্তি যদি আপনার ঘরে ঢুকে তাহলে বিড়াল সর্বদা আপনার আশে আসে ঘুরঘুর করবে। কিন্তু কথা হচ্ছে ওরা আপনাকে প্রোটেক্ট করতে ঘুরবে না। আপনাকে তার নিজের টেরোটরি এর সদস্য মনে করবে।
⚫ কিছু মানুষদের দেখলে বিড়ালরা ভয় পায় অথবা অ্যাটেনশন দেয় না। এইসব মানুষদের সম্ভবত কিছু শক্তি থেকে থাকে ( নিশ্চিত নই)।
🔵 বিড়ালরা মানুষদের ও বিড়াল ভাবে 😑
তাই যাদের কাছে বিড়াল আছে তাদের বলবো নিজের পোষা বিড়ালের যত্ন নিন। এই অলস বিড়াল আপনার রাতে একটু শান্তির ঘুম নিশ্চিত করে।
সোর্স: Google + Insider🐈
কোন মন্তব্য নেই